বিশ্বের দ্বিতীয় ধনী গৌতম আদানি। তার সম্পর্কে কিছু বলবেন কি?

1 Answers   2.9 K

Answered 2 years ago

হ্যাঁ গৌতম আদনি পৃথিবীর দ্বিতীয় ধনী।

গত দুই বছরে আক্ষরিক অর্থেই রকেট গতিতে উত্থান ঘটেছে গৌতম আদনির। এই সময়সীমার মধ্যে তার সম্পত্তির ৬০০ শতাংশ বৃদ্ধি ঘটেছে বলে দাবি অর্থনৈতিক বিশেষজ্ঞদের। ভারতীয় অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তাতেই তিনি আম্বানিকে ঢের পিছনে ফেলে দিয়েছেন দাবি অর্থনীতি সংস্থা ব্লুমবার্গের। ২০২২ সালের আগে ও চলতি বছরের শুরুতে মুকেশ আম্বানির সঙ্গে সম্পত্তির জোর টক্কর চলতে আদনির। তবে ২০২২ সালে ফেব্রুয়ারিতে আম্বানি কে পার করে ভারতের দ্বিতীয় ধনীতম ব্যক্তি হন আদানি। আগস্টে বিশ্বের অন্যতম ধন খুব বিল গেটস কে টপকে যান তিনি। আর শেষ কয়েকদিনে ব্যাপকভাবে সম্পত্তি বৃদ্ধি হওয়ার এলোন মাস্ক ছাড়া অন্য সবাইকে টপকে দ্বিতীয় স্থানে চলে এলেন আদানি।

৬০ বছরের এই ধনকুবের তার কয়লা থেকে বন্দর ব্যবসা কে বাড়িয়েই চলেছেন। এখানেই শেষ নয় ডেটা সেন্টার থেকে সিমেন্ট মিডিয়া ও অ্যালুমিনিয়াম পর্যন্ত সবকিছুতেই ব্যবসায়িক পারদর্শিতা দেখিয়েছেন আদানি। এখন ভারতের বৃহত্তম বেসরকারি ক্ষেত্রেও বন্দর বিমানবন্দর অপারেটর সিটি গ্যাস ডিস্ট্রিবিউটর ও কয়লা খনির মালিক আদানি গোষ্ঠী।

Masum
Masum
291 Points

Popular Questions