Answered 2 years ago
আসল ইলিশ হলো — রুপালি ইলিশ (যার বৈজ্ঞানিক নাম— Tenualosa ilisha) যাকে ডায়াড্রমাস (নদী ও সাগরের মধ্যে বিচরণকারী) ইলিশও বলা হয়। এজন্য এদের স্বাদ ও আকার অতুলনীয়। এছাড়াও মোহনা ও সাগর এলাকায় বসবাসকারী অন্যান্য আরও ইলিশ জাতীয় মাছ রয়েছে।
বিশ্বের মাত্র ২টি দেশে এই আসল ইলিশ মাছ পাওয়া যায়; বাংলাদেশ ও ইন্ডিয়া।
ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ। ইলিশ মাছের সবচেয়ে বড় ফিশারী অবস্থিত বঙ্গপোসাগরে। ২০১৭-১৮ সালে এর উৎপাদন ছিল ৫১৭,১৯৮ মে.টন (FRSS 2018)।
mirazahmed publisher