বিশ্ববিদ্যালয় জীবনে আপনার সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা কী?

1 Answers   12.2 K

Answered 2 years ago

বিশ্ববিদ্যালয় জীবনে আমার সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা "প্রেম"। আমি একজনের প্রেমে পরেছিলাম প্রথম দেখাতেই। তখন আমার বয়স কম ছিল। মাত্র ১৯ বছর। সাধারণত টিনএজ বয়সের প্রেম টিকেনা। সেই প্রেম চারমাসও টিকে নাই। কিন্তু আমার সেই প্রেমিককে আমার বিশ্ববিদ্যালয় জীবনের বাকি ৪ বছর দেখতে হয়েছে নিজের বান্ধবীর প্রেমিক হিসেবে। বিষয়টি খুবই পীড়াদায়ক ছিলো। তবে সবকিছুরই পজেটিভ দিক থাকে। সেসময় আমি নিজেকে ডেভেলপ করেছি। কম্পিউটার প্রোগ্রামিং-এ প্রচুর সময় দিয়েছি। আমার লেখক হয়ে উঠার সময়টাও তখন। আমি টেকনোলজির ব্লগ লেখা শুরু করি তখন থেকেই। প্রেমে বেশি মত্ত হলে এইসব হতো না।


Dorud Uddin
dorududdin
459 Points

Popular Questions