বিলুপ্ত এবং বিপন্ন-এর মাঝে পার্থক্য কী?

1 Answers   11.2 K

Answered 2 years ago

বিলুপ্ত প্রজাতি বলতে বুঝানো হয় যে প্রাণী বা উদ্ভিদ বর্তমানে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। যেমন ধরুন ম্যামথ ,ডোডো, ডাইনোসর ইত্যাদি। বিপন্ন প্রজাতি বলতে বোঝানো হয় যে প্রাণী বা উদ্ভিদের সংখ্যা ক্রমান্বয়ে কমতে কমতে এমন এক পর্যায়ে এসেছে,যে তাদের সংরক্ষণ না করলে হয়তো ভবিষ্যতে তারাও বিলুপ্ত হয়ে যাবে।যেমন ভারতীয় গন্ডার,রয়েল বেঙ্গল টাইগার ইত্যাদি।


Neha Khatun
Neha Khatun
559 Points

Popular Questions