Answered 1 year ago
বিয়ে তিন প্রকার ফরয সুন্নত এবং হারাম।
যাদের শারীরিক সক্ষমতা মানসিক সক্ষমতা আর্থিক সক্ষমতা আছে এবং যাদের গুনাহের প্রতি লিপ্ত হওয়ার সম্ভাবনা ,বা আশঙ্কা আছে, তাদের জন্য বিবাহ করা ফরজ ফরজ।
এবং যাদের শারীরিক মানসিক আর্থিক সক্ষমতা আছে এবং স্ত্রীর হক পরিপূর্ণভাবে আদায় করার ক্ষমতা আছে তাদের জন্য বিবাহ করা সুন্নত ।
এবং যাদের মধ্যে উপরের গুণ গুলোর কোনও একটি নেই বিশেষ করে স্ত্রীর হক আদায় করার সক্ষমতা শারীরিক সক্ষমতা নেই , স্ত্রীর ভরণপোষণ দেওয়ার মতো অবস্থা নেই তাদের জন্য বিবাহ করা হারাম।
পরিশেষে আপনাকে উপদেশ দিব আপনি যদি বড় রকম কোন সমস্যার সম্মুখীন না হন তাহলে বিয়ে করুন এটাই আপনার জন্য মঙ্গল হবে, কারণ আপনি সারাজীবন একা থাকবেন আর এই একাকীত্ব আপনার জীবনের সবচেয়ে বড় মানসিক অবস্থা হয়ে দাঁড়াবে, আপনি অসুস্থ হলে সেবা-শুশ্রূষা করার কেউ থাকবে না, আপনি মনের দুঃখ কষ্ট গুলো ভাগ করার মতন কেউ পাবেন না।
এমন এক সময় আসবে যখন সবাই পর হয়ে যাবে, ভাই বলেন ভাইয়ের স্ত্রি বলেন, কেউ আর তখন আপনাকে আগের মত আদর করবে না , আর পরবর্তীতে বিয়ে করারও সময় থাকবে না তাই সময় থাকতে মাস্টারবেশন ছেড়ে দিয়ে বিয়ে করুন, দুর্বল পরিবার থেকে দুর্বল মেয়ে দেখে বিয়ে করুন, এবং আল্লাহর কাছে মাফ চান আর সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুন। ।
বিয়ের বিকল্প হতে পারে না ,পারে না ,পারে না।।
rashedrimon publisher