Answered 2 years ago
কতগুলা বিষয় এখানে আছেঃ
    তিনি কি কখনোই কাছে আসেনি?
    কবে থেকে এই অবস্থা?
    কি কি অযুহাত দেয়? এগুলার একটা লিস্ট করুন
    তার কি কারও সাথে প্রেম ছিল? বা জোড় করে বিয়ে দেয়া হয়েছে?
    আপনাকে সে অপছন্দ করে?
    তার অতীতে এসব নিয়ে কোন তিক্ত অভিজ্ঞতা আছে? যেমন কোন আত্মীয়ের মাধ্যমে ধর্ষণের স্বীকার বা এর কাছাকাছি কিছু?
    আপনাদের একান্ত সময়ে কি তার আচরণ দ্রুত পাল্টে যায়?
    অযুহাত কি স্বাভাবিকভাবে দেয় নাকি মনে হয় ভয় বা ট্রমা কাজ করছে?
যদি তারঃ
    অন্য কাউকে পছন্দ বা প্রেম থাকে তবে কি করতে হবে বুঝেনই।
    যদি, বাকিগুলা হয়, তবে মনোবিজ্ঞানীর সাহায্য নিন, তাকে সাহায্য করুন।
হুটহাট কোনকিছু করবেন না।
আপনি নিচের কোনটায় তার অনুমতি পান কিনা দেখুনঃ
    স্রেফ হাত ধরে বসে থাকার, চোখে চোখ রাখার, চুপ করে চোখের দিকে তাকিয়ে থাকার অনুমতি পান কিনা দেখুন। এটা করে দেখুন।
    আপনার কাজগুলা করার জন্য তাকে বলুন - পানি দেয়া, কাপড় এগিয়ে দেয়া, ধুয়ে দেয়া, শার্ট খুলে দেয়া, টাই বেঁধে দেয়া।
    আপনার টেক্সট এর উত্তর দেয় আপনি অফিসে থাকার সময়? তাকে আপনি ভালবাসেন - এটা বারবার জানান
    বাসা থেকে বের হবার সময় তার কপালে অবশ্যই চুমু দিয়ে বের হবার অভ্যাস করুন।
    তার কোলে মাথা রেখে শুয়ে থাকার পারমিশন নিন। এই সময় কোন দুষ্টুমি করবেন না।
    তার হাতে পায়ে মেহেদি দিয়ে দিন।
    কোলে নিন।
    ফুল কিনে নিজেই পড়িয়ে দিন।
    তাকে সাজিয়ে দিন নিজেই।
ধন্যবাদ।
raju007 publisher