Answered 2 years ago
প্রশ্নটা এইভাবে করি, বিয়ের পর বউ/স্বামীর প্রতি ছেলে/মেয়েদের আবেগ-আকর্ষণ কমে যায় যদি এর কারণ কী?
কারণ, মানুষের একটা আইডিয়ালাইজড সেক্সুয়াল পার্টনার থাকে। বিভিন্ন ভাবে, মিডিয়া বা নানা উৎস থেকে এই আইডিয়া তার ভেতরে তৈরি হয়। যখন সে কোন মেয়ের/ছেলের লগে প্রেম করে, তারে ঐ আইডিয়ালাইজড ভার্সন মনে কইরাই করে।
কিন্তু বিয়ার পর সেই জিনিশটা চলে যায় কারণ তার ফ্যান্টাসির ঐ মেয়েটা/ছেলেটা হারাইয়া যায়। সে দেখে এই মেয়ে/ছেলে খায়, ঘুমায়, নাক ডাকে, পাদ মারে, ঝগড়া করে, চালাকি করে, হাঁই তোলে এবং হাগে।
এইসব নিত্যকার জিনিশ দেইখা সে ভেতরে ভেতরে হতাশ হয়। তার ফ্যান্টাসির ওই মেয়ে/ছেলের সাথে বাস্তবের এই মেয়ে/ছেলে মিলে না। এটা এক ব্যাখ্যা।
riyazul.islam publisher