বিয়ের পর জানতে পারি, আমার স্ত্রীর চরিত্র খারাপ। সে অনেক ছেলের সাথে প্রেম করেছে। এখন আমার কী করা উচিত?

1 Answers   10 K

Answered 2 years ago

আমার উত্তর পছন্দ হবে না। বিয়ের পরে জানতে পারলেন আপনার স্ত্রীর "চরিত্র খারাপ"। তিনি অনেক ছেলের সাথে প্রেম করেছেন। এই জিনিসটা যদি হটাত বা অনিচ্ছায় জেনে থাকনে, তাহলে কিছু বলার নেই। তবে নিজে খুজে বের করে যদি জানেন, তাহলে বলবো - অনেক বড় ভুল করেছেন।

পরের অংশ হলো, স্ত্রীর "চরিত্র খারাপ" এই কথাটা জন সম্মুখে জানিয়ে, আপনি নিজের চরিত্রকে আরো বেশী খারাপ প্রমান করলেন।

    আপনার স্ত্রী ২ বছর বয়সে খালি গায়ে ঘুরে বেড়িয়েছে, ১ বছর বয়সে প্যান্ট না পড়ে ঘুরে বেড়িয়েছে। এতে আপনার কি কিছু আসে যায়? এতে কিছুই হয় না, কারন শিশু বয়সে তো মানুষ তেমনই করে।
    আপনার স্ত্রী ৪ বছর বয়সে চকলেট মনে করে মাটি খেয়েছে। এতে আপনার কি আসে যায়? অমন বয়সে তো এটাই করবে।
    আপনার স্ত্রী ৮ বছর বয়সে স্কুলে অন্য মেয়েদের সাথে চুল টানাটানি ও মারামারি করেছে। এতে আপনার কি কোন সমস্যা আছে? তেমন বয়সে মানুষ এই করে।
    আপনার স্ত্রী ১৪ বছর বয়সে প্রথম প্রেমপত্র পায়। বইয়ের ভেতরে লুকানো প্রেম পত্র খুজে পেয়ে তার মা তাকে অনেক শাশন করেছে। হ্যা, তেমন বয়সে এটাই হয়।
    আপনার স্ত্রী অমুকের সাথে প্রেম করেছে, তারপরে তমুকের সাথে প্রেম করেছে। এভাবে অনেকের সাথে প্রেম হয়ে গেছে। তাই তো হবে। তেমন বয়সে সেটাই হয়।

আমার মুল কথা হল, বিভিন্ন বয়সে মানুষ বিভিন্ন কাজ করে। ভিন্ন বয়সে মানুষ ভিন্ন ধরনের ভুল করে, ভিন্ন ধরনের পাপ করে। যে ভুল করেনা, সে কোন মানুষই নয়। আপনি নিজে কি একেবারে ধোয়া তুলশি? কখনো মেয়ে মানুষ চোখে দেখেননি, নাকি আপনাদের শহরে কোন মেয়ে মানুষ থাকে না? স্ত্রীর অতীত খুজে বেড়ান। নিজের অতীত কি স্ত্রীকে জানাতে পারবেন?

কবে ৪ বছর বয়েসে মাটি খেয়েছে, এই কারনে আপনি কি তাকে দোষারোপ করেন? তাহলে, কবে কার সাথে প্রেম করেছে, এর জন্য দোষারোপ করেন কেন? এখন কি করে, সেটা দেখুন।

বিয়ের আগে গোয়েন্দাগিরি করে মেয়ের অতীত ইতিহাস জেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। কিন্তু, বিয়ের পরে স্ত্রীর অতীত ইতিহাস খোজাটা হল, সবচেয়ে বড় বোকামী। এর চেয়ে আরো বড় বোকামী হলো - সেই কথা জনসম্মুখে বলে বেড়ানো।

Deb
deb05485
285 Points

Popular Questions