Answered 2 years ago
বিয়ের জন্য একটু ছোট (৩-৫) হলে বেশী ভালো। সম বয়সীরা খারাপ নয়। কেননা অনেকেই সমবয়সীদের বিয়ে করে সুখী জীবন কাটাচ্ছেন। বরং তারা ইহাকে অন্যদের চেয়ে বেশী সুখ অনুভব করছেন। তারা বলেন, সমবয়সী হলে বেশী সুবিধা। দু'জনের মধ্যে বোঝাপড়া ভালো হয়। ভালোবাসা ভালো থাকে। সব মিলিয়ে আপনাদের সম্পর্ক ভালো হলে সমবয়সী মেয়েকে বিয়ে করতেই পারেন।
munnisha05 publisher