বিভিন্ন দোকানের নামের শেষে 'এন্টারপ্রাইজ' লেখা থাকে কেন?

1 Answers   12.7 K

Answered 2 years ago

প্রথমেই জানা প্রয়োজন 'এন্টারপ্রাইজ' ( Enterprise) শব্দটির অর্থ কী। বলা হয়েছে : An enterprise is a commercial word used to describe a project or venture undertaken for gain.

এই word টি প্রায়শই ব্যবহৃত হয় 'entrepreneurial project or venture to describe a for - profit business'.

তাহলে, Enterprise এর অর্থ দাঁড়াল 'for - profit business'. এর মধ্যে থাকবে অনেক বড় ঝুঁকি, যাতে শুধু লাভের হিসাবই থাকবে; অন্য কিছু নয়।

আরেকটা কথা, ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামের সাথে 'এন্টারপ্রাইজ' লেখা গেলেও কোনও ব্র্যান্ড নামের সাথে 'এন্টারপ্রাইজ ' শব্দটি প্রয়োগ করা যাবে না।

এবার এন্টারপ্রাইজ লেখা আছে , এমন দুটো ছবি নিচে জুড়ে দিলাম।সাধারণত (1) proprietorship, (2) partnership, (3) private limited company এবং public limited company - এই চার ধরণের প্রতিষ্ঠানের সাথেই 'এন্টারপ্রাইজ ' শব্দটি যোগ করা যায়।

কিছু word এর বাংলায় প্রতিশব্দ নিচে দিলাম সকলের বুঝবার সুবিধার জন্য।

Entrepreneurial project = উদ্যোক্তা প্রকল্প।

Venture = উদ্যোগ। ঝুঁকি।

Proprietorship = এক মালিকানা ব্যবসায়।

Private = বেসরকারী।

Public = সরকারী।

সকলকে শুভেচ্ছা জানিয়ে লেখা শেষ করলাম।


Seeam Khan
seeamkhan
517 Points

Popular Questions