বিভিন্ন জনের পেনড্রাইভ কম্পিউটারে প্রবেশ করানোর সময় কী কী জিনিস লক্ষ্য রাখতে হবে, যাতে কম্পিউটারে কোনোরকম ভাইরাস প্রবেশ করতে না পারে?

1 Answers   10.5 K

Answered 2 years ago

কম্পিউটারে ভাইরাস সাধারণত ২ ভাবে প্রবেশ করতে পারে।

অনিরাপদ ওয়েবসাইট থেকে ক্রাকড সফটওয়্যার ইনস্টল।

ভাইরাসযুক্ত পেনড্রাইভ প্রবেশের মাধ্যমে।

সব থেকে বেশি ভাইরাস ছড়িয়ে থাকে পেনড্রাইভের মাধ্যমে। একটু সতর্ক থাকলে খুব সহজেই ভাইরাস এট্যাক থেকে কম্পিউটারকে মুক্ত রাখা যায়।

অবশ্যই উইন্ডোজ ডিফেন্ডার অন রাখতে হবে।ডিফেন্ডার অন থাকলে, পেনড্রাইভে ভাইরাস থাকলে সাথে সাথে নোটিফিকেশন দিবে।

অন্য কোনো এন্টিভাইরাস ইনস্টল করা থাকলে অবশ্যই, পেনড্রাইভ স্ক্যান করার পর পেনড্রাইভ এর ফোল্ডারে প্রবেশ করতে হবে।

Saker
Saker
463 Points

Popular Questions