Answered 2 years ago
কেন মিল খুঁজে পাওয়া যাবে না বলুন, তারা নিয়মিত একই সাবান আর একই ফেসওয়াস ব্যাবহার করে যে।
আসলে মজা করলাম, আপনি হয়তো যাদেরকে চিনেন তাদের মধ্যে অনেকেরই হয়তো সামান্য বা অনেকটা মিল পেয়েছেন এটা যেমন স্বাভাবিক তেমন মিল না থাকাটাও স্বাভাবিক। আর এটা আপনার মনস্তাত্ত্বিক চিন্তাধারাও হতে পারে যেমন হয়তো কোন মিলই নাই তারপরেও ভাবলেন নাহ তাদের চোখ দুটোতো একই ধরনের এই আর কি। তবে এটাও হতে পারে যেমন অনেকে আছে নিজের মতো জীবনসঙ্গি বেছে নেয় বিয়ের জন্য যদিও এমনটাও মোটামুটি অনেক আছে তার কারণেও আপনার এমনটা মনে হতে পারে।
আশা করি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।
tithikhatun publisher