Answered 2 years ago
বিবাহের পূর্বে বিবাহ ব্যাপারটা অনেকটাই কল্পনার বিষয়, তাতে কাল্পনিক গোলাপী রংটাই বেশী থাকে। কিন্তু বিবাহের পর সাদা-কালো রং এর প্রাধান্য বেশী হয়ে থাকে।
নারী ও পুরুষের এই কথা বলার অভিপ্রায় আলাদা হয়। যেকোনো নারীর মধ্যে একটি ছোট মেয়ে সব সময়ই থাকে, যে নিজের বাবা-মার খুবই আদরের ও গুরুত্বপূর্ণ হয়ে থাকে। বেশীর ভাগ ক্ষেত্রেই তারা নিজের প্রেমজীবনে ও বৈবাহিক জীবনে সেই আদর ও গুরুত্বের আশা রাখে। কিন্তু বৈবাহিক জীবনে দায়িত্ব ও পরিবর্তন তাদেরই সবচেয়ে বেশী নিতে হয়।পুরুষ সহজাত, প্রেমিকার সাথে প্রেম করে কিন্তু নিজের স্ত্রীর সাথে একজন প্রেমিকের মত ব্যবহার করে না। তাই নারীর জীবনে সাংসারিক দায়িত্ব অনেক বেশী জায়গা জুড়ে নেয়। রোমান্টিক ভালোবাসার অভাব প্রায়শই খুব বেশী হয়। মূলভূতভাবে নারী আবেগপ্রবণ , তাই তাদের 'আগেই ভালো ছিলাম' এর পেছনে আবেগের প্রাধান্য বেশী থাকে। যেমন ধরুন, এমন কোনো অসুবিধাজনক পরিস্থিতি যার কোনো সমাধান নেই। এটা একজন স্ত্রীও সমান ভাবেই বুঝতে পারছেন।এইরকম সময়ে একজন স্ত্রী তাও এই নিয়ে আলোচনা করবেন, কারন তার দরকার ভাব বা আবেগভিত্তিক। সে আপনার কাছে কোনো সমাধান আশা করছে না। কিন্তু তার কথা আপনি শুনছেন এটা তার কাছে একটা নিজস্ব মূল্যবোধের ব্যাপার। কিন্তু আপনি একজন পুরুষ হয়ে হয় তার সমাধান করতে চাইবেন আর তা না হলে শুনতেই চাইবেন না।
পুরুষের জীবনে উপলব্ধি ব্যাপারটা একটু বেশী পার্থিব ও যুক্তিবাদী। তাই বিবাহিত অবস্থায় কিছুটা সময় কাটানোর পর তার আশা প্রত্যাশা বাস্তবিকতার ধরাতলে একটু অন্যরকম হয়ে যায় বা অনান্যদের মতন হয়ে যায়। পুরুষের একটি বিশিষ্ট স্বভাব থাকে। তারা নিজের জীবনে তার স্ত্রীকে বা প্রেমিকাকে তার ওপর নির্ভরশীল দেখতে পছন্দ করে। কিন্তু তার স্বভাবগত চিন্তাধারার বশে সে নিজেকে তখনই উপযুক্ত মনে করে যখন সে অনুভব করে যে সে প্রয়োজনের উর্দ্ধে যোগান দিতে পেরেছে। এই অবস্থায় দুই ভাবেই তার কিছু অসুবিধা থেকে যায়। যদি সে সম্পূর্ণ যোগান দেয় কিন্তু ভাবপ্রবণ না হয় তাহলেও স্ত্রীর অভিযোগ পায়, আর যদি সে নিজের শত চেষ্টা করেও, যোগান দিতে সক্ষম না হয় তাহলে মানসিক ভাবে নিজেকে দোষারোপ করে, কিন্তু নিজের স্ত্রীর কাছে তার উদ্যোগের মর্যাদা আশা করে। এই দুই ক্ষেত্রেই সে এমন কথা বলে থাকে। দুইজনের ক্ষেত্রেই নিজের প্রতি আগ্রহ ও আকর্ষন পাওয়ার ইচ্ছা থেকে এমন কথা হয়ে থাকে।
আপনি একজন নারীকে সব দিয়েও বা কম দিয়েও, শেষপর্যন্ত আবেগভিত্তিক কেমন অনুভব করাতে পারছেন, তার ওপর ভিত্তি করেই তার সাথে আপনার সম্পর্ক। এই বিষয়টা বুঝতে পুরুষদের স্বাভাবিক ভাবে অসুবিধা থাকেই। তাই বন্ধুদের মধ্যে এইসব কথাবার্তা প্রায়শই শোনা যায়। সফল ও ব্যর্থ , নারী বা পুরুষ দুইয়েই এইরকম কথা বলে থাকেন।
কথা হলেও বোধহয় শুধুই কথার কথা নয়।
Rafid publisher