বিবাহিত মেয়ে অবিবাহিত মেয়ের মধ্যে পার্থক্য কী?

1 Answers   9.1 K

Answered 2 years ago

জেনে নিন বিবাহিত মেয়ে অবিবাহিত মেয়েদের পার্থক্য।

১/ মেয়েরা নিজের বাবা বাদে আর সকল পুরুষকে ঘৃণা করে। কিন্তু বিবাহিত মহিলারা নিজের স্বামী বাদে দুনিয়ার আর সব ছেলেকে ভালবাসে।

২/ মেয়েরা তাদের বাপের পয়সায় ডাঁট মারে আর বিবাহিত মহিলারা তাদের স্বামীর পয়সায় পার্ট মারে।

৩/ মেয়েদের সকল ভালবাসা গচ্ছিত থাকে বলিউডের খানদের জন্য। আর বিবাহিত মহিলারা তাদের ভালবাসা উৎসর্গ করেন স্টার প্লাসের হিরুদের জন্য।

৪/ মেয়েরা বাড়ি বসে বয়ফ্রেন্ডের জন্য নিত্যনতুন আহ্লাদী নাম যেমন কুচু, পুচু ইত্যাদি তৈরি করতে থাকে। বিবাহিত মহিলারা তাদের পরবর্তী সন্তানের জন্য ভোলা, আবুল প্রভৃতি নাম ঠিক করে।

৫/ মেয়েরা কোনদিন নিজের বাসায়(বাবার বাড়ি) থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। সবসময় তালে থাকে কখন পার্কে গিয়ে বয়ফ্রেন্ডের হাত ধরবে। কিন্তু বিবাহিত মহিলারা সবসময় স্বামীর কানে ঘ্যান ঘ্যান করে, 'বাপের বাড়ি যাব, বাপের বাড়ি যাব।'

৬/ মেয়েরা মনে করে, তাদের যতগুলো বয়ফ্রেন্ড থাকবে, প্রমাণিত হবে তারা ততবেশি স্মার্ট। বিবাহিত মহিলারা মনে করে, বেশি বেশি অলঙ্কার পরা আর দামি শাড়িই হল তাদের স্মার্টনেসের প্রমাণ।

৭/ মেয়েরা বলে, ''আই লাইক বেবিজ। দে আর সোওওও কিউট!'' বিবাহিত মহিলারা বলে পোলাপানগুলানে র জালায় পুরা অস্থির। কে আছিস আমারে বাঁচা!!!''

আরো অনেক পার্থক্য আছে আপাতত এতটুকুই থাক।

Riyazul Islam
riyazul.islam
332 Points

Popular Questions