বিবাহিত জীবন কেমন?

1 Answers   12.1 K

Answered 2 years ago

"বিয়ের অনেক জ্বালা আছে কিন্তু অবিবাহিত থাকার কোন আনন্দ নেই।"

বিয়ে না করলে নিঃসঙ্গতায় ভুগবেন, বুকটা হাহাকার করবে কারো সান্নিধ্যে আসার জন্য।

বিয়ে করলে নিজেকে দোষারোপ করবেন এজন্য যে কেন বিয়ে করলেন। কারন বিয়ের অনেক দায়িত্ববোধ আছে।

এবার আসেন আসল কথায়, বিবাহিত জীবন হচ্ছে আমাজন এরিয়ার আবহাওয়ার মত এই ভাল এই মন্দ। মানে কথা কাটাকাটি তো আছেই, মিলও আছে।

১। বিয়ে করলে আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে।

২। পর্ণ দেখার আসক্তি থেকে মুক্তি পেতে পারেন।

৩। বউ কেয়ারিং হলে জীবন ফুরফুরা হবে।

৪। প্রতিদিন বউকে চুমু দিতে অনেক মজা লাগবে।

৫। বউ আপনার হাত পা বা গতর টিপে দিবে।

৬। বউ আপনার সবকিছু গুছিয়ে রাখবে।

৭। বউ আপনাকে খারাপ পথে যেতে দিবে না।

৮। অসুস্থ হলে সেবা পাবেন আর পাবেন কেয়ারিং।

কিন্তু Everything comes at a cost. মানে "দেখলে হবে? খরচা আছে" আরকি।

বিনিময়ে

১। বউকে নিয়ে মার্কেটে যেতে হবে। কেনাকাটা করে দিতে হবে। হয়ত অনেক বেশি কিছু না। আর রেস্টুরেন্টে খাওয়াতে হবে।

২। প্রতিদিন বা মাঝেমধ্যেই বাইরের খাবার খাওয়াতে হবে।

গরিবের মেন্যুঃ আচার, ফুচকা, চটপটি, হালিম

বড়লোকদের মেন্যুঃ আমি বড়লোক্স না তাই জানি না।

৩। বাপের বাড়ি যাওয়ার আবদার ফেলতে পারবেন না।

৪। সামান্য বিষয় নিয়ে বউ ঝগড়া করবেই। অথচ বড় ব্যাপার যেটা নিয়ে ঝগড়া করা যেত সেটা নিয়ে কোন কথা নাও বলতে পারে।

৫। স্মার্টফোন বেশিক্ষন চালাতে দিবেই না। কারন সে শুধু আলনার এটেনশন চাইবে। এক্ষেত্রে স্মার্টফোন তার জন্য বাধা।

৬। বউকে সময় দিতে হবে।

কনক্লুশনঃ বিয়ে করুন। বউকে ভালবাসুন। বউয়ের হিস্ট্রি থাকলে তা ভুলে যান। নিজের থাকলে তা রিসাইকেল বিন থেকেও ঝেড়ে ফেলুন। বিয়ের আগে কেউ থেকে থাকলে মনে মনে তাকে মেরে ফেলুন না হলে আপনি মনে মনে তার জীবন থেকে মরে যান। জীবন কয়েক দিনের। এত ভেবে জীবনটাকে নষ্ট করার মানেই হয় না। বিয়ের আগে যা যাচাই করার করে নিন। এলাকাবাসীর চেয়ে আপনার কাংখিত মেয়ে সম্পর্কে তার ক্লাসমেটরা এবং তার টিচাররা বা এলাকার ফুচকাওয়ালা মামারা ভাল তথ্য দিতে পারবে। এক জনের দেয়া তথ্যের উপর যাচাই করে বিয়ে করবেন না। কয়েকজনের কাছ থেকে তথ্য নিবেন। পাত্রি পছন্দ করতে ভুল করলে বিয়ের পরে হাপিত্যেশ করতে লারবেন না।

বউকে ভালবাসুন। নিজের পরিবারকে ভালবাসুন। বউয়ের পরিবারকে নিজের পরিবারের মত মনে করুন। নিজের মা-বাবার প্রতি দায়িত্ব পালন করুন। আল্লাহর উপর ভরসা করুন।

শেষ কথাঃ যে যাই বলুক না কেন, বিয়ে করুন। না হলে আপনার হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ার বাথরুমেই মারা যাবে।

লেখা ভাল লাগলে আপভোট করে মোটিভেট করুন।

Sohanur Rahaman
sohanurrahaman
264 Points

Popular Questions