বিপদে পড়লে "May day, May day" কেন বলা হয়?

1 Answers   14 K

Answered 3 years ago

আগেই বলে রাখা ভালো Mayday এর সাথে ইংরেজি may day এর কোনো সম্পর্ক নেই। mayday শব্দের উৎপত্তি হয় ১৯২১ সালে এবং প্রথম ব্যবহার করেন লন্ডনের Croydon Airport এর সিনিয়র রেডিও অফিসার Frederick Stanley Mockford. তিনি ভাবেন যে এমন কি শব্দ ব্যবহার করা যায় যা সহজে বলা এবং বোধগম্য হয় বিপদের সংকেত পাঠানোর জন্য।

mayday শব্দটি এসেছে ফ্রেঞ্চ শব্দ m'aider ('help me') থেকে যা venez m'aider ('come and help me') এর সংক্ষিপ্ত রুপ।

mayday শব্দটি প্রথমিকভাবে বৈমানিক ও নাবিকেরা ব্যবহার করলেও পরবর্তী সময়ে দমকল বাহিনী, পুলিশ ও লোকাল ট্রান্সপোর্টেশনে ব্যাপক হারে ব্যবহার শুরু হয়।

Shuvan Ahmed
shuvanahmed
515 Points

Popular Questions