Answered 2 years ago
ব্রাক পৃথিবীর সবচেয়ে বড় এনজিও এবং বাংলাদেশের সকল এনজিও থেকে তাদের সক্ষমতা ও সক্রিয়তা অনেক বেশী। শুধু বাংলাদেশই না, এটি বিশ্বের মোট ১৩টি দেশে সক্রিয় যেখানে আফগানিস্তান, সাউথ সুদান থেকে শুরু করে ইন্দোনেশিয়ার মত দেশও আছে। তাদের কর্মীর সংখ্যা ১ লক্ষের মত যাদের ৭০% নারী এবং তাদের পরিষেবার আওতায় আছে সাড়ে ১২ কোটির অধিক লোক। এত বড় সংস্থার আয় ব্যয় দুটোই বেশী হওয়াই স্বাভাবিক।
আমরা আড়ং কে যতটা লাভজনক ভাবি ততটা না। মূলত আড়ং প্রায় ৬৫ হাজার কারিগরকে সেবাপ্রদান করে ও সোনার ও রূপার গয়না, চামড়া, কারুশিল্প ইত্যাদি বিক্রি করে।
২০১২ সালের শেষের দিকের তালিকা অনুযায়ী ব্রাকের অধিন দেশে ২২,৭০০ টি প্রাথমিক বিদ্যালয়ে যেখানে সাড়ে ৬ লক্ষের অধিক শিশু পড়াশোনা করে।
এসিড সন্ত্রাস দমনে এসিড নিক্ষেপ প্রতিরোধ আইন প্রণয়নে ব্রাকের বেশ ভূমিকা ছিল। বিভিন্ন ভুমিকার কারনে ব্রাক টানা ৪ বার বিশ্বের এক নম্বর এনজিওর খেতাব পেয়েছে। শুধুমাত্র সিডরের পর ব্রাক ৯ লক্ষের মত লোককে বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছিলো। বাংলাদেশের গ্রামীন উন্নয়নে ব্রাকের বড় ভূমিকা আছে, ফলে ব্রাকের দাতা সংস্থারও অভাব নেই।
nabilahmed publisher