Answered 2 years ago
বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউবের কোর্সগুলো ঠিকঠাক অর্গানাইজ করা থাকেনা, প্রায় সব কোর্স শুধু ফান্ডামেন্টাল নিয়ে থাকে এবং প্রজেক্ট ভিত্তিক টিউটোরিয়াল নেই বললেই চলে।
ইউডেমিতে আপনি বেশ ভালো ভালো লেকচারার পাবেন, তাদের অনেকেই বিভিন্ন বুটক্যাম্পে কয়েক হাজার ডলার চার্জ করে থাকেন, আপনি সেই হাজার ডলারের লেকচার মাত্র ১০/১২ ডলারে পেয়ে যাচ্ছেন। তাদের ভিডিও কোয়ালিটি এবং ডিটেইল বিশ্লেষণ আপনাকে অনেক খুঁটিনাটি বিষয় জানতে সাহায্য করবে যা কিনা ব্যাক্তিগত প্রজেক্টের পাশাপাশি বিভিন্ন ইন্টারভিউতেও কাজে আসবে। তাছাড়া তারা আপনাকে ব্যাক্তিগত সমস্যায়ও সরাসরি সাহায্য করবে।
খালি প্রশংসা করলে মনে হবে আমি এডভার্টাইজ করছি— উদেমিতে খারাপ কোর্সও আছে, প্রচুর! আপনাকে নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করে ভালো কোর্স খুঁজে নিতে হবে, তাহলেই তুলনা করে বুঝবেন ইউটিউব কেন যথেষ্ট নয়।
sohag360 publisher