বিনামূল্যের ইন্টারনেটের জন্য ভিপিএন কোনটা ব্যবহার করা যায়?

1 Answers   9.6 K

Answered 3 years ago

বিনামূল্যে ইন্টারনেট দেয়া ভিপিএন এর কাজ না। ভিপিএন মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন আপনাকে আপনার নেটওয়ার্কের মধ্যে থেকেই অন্য আরেকটি সার্ভারের থ্রুতে ইন্টারনেট ব্রাউজ করার সুবিধা দেয়। অনেকটা মিডলম্যান হিসেবে কাজ করে। ভিপিএন এর প্রধান কাজ হচ্ছে অপর প্রান্তে আপনার ব্যবহার করা পাবলিক আইপি গোপন করা।


Abir Ahmed
abirahmed
358 Points

Popular Questions