Answered 2 years ago
আগে ১০০০ বছর আগে মুসলমানরা বিজ্ঞান এবং গণিত নিয়ে গবেশনা করত। বাগদাদ ছিল তখন জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্র। চীন থেকে শুরু করে ইউরোপ, আফ্রিকা থেকে শুরু করে তুর্কিস্তান পর্যন্ত শত শত জ্ঞান পিপাসু ব্যাক্তি বাগদাদে আসত জ্ঞানের সাধ গ্রহনের জন্য।
আর এখন মুসলমানরা কিভাবে নিজেদের মাঝে শত শত দল বানাবে সে চিন্তায় মগ্ন। কিভাবে এবাদত কমানো যায়, কিভাবে লোক দেখানোর জন্য এবাদত করা যায় সে চিন্তা নিয়ে তারা দিন রাত পার করে।
সবকিছুতে পশ্চিমাদের নিয়ম ফলো করে। নিজেদের সৃজনশীলতা হারাতে বসেছে মুসলিম উম্মাহ।
কেন পৃথিবীতে মুসলিমদের শিক্ষার হার ও উচ্চ শিক্ষার হার কম ?
কারন এখন তারা বিজ্ঞান নিয়ে গবেষনা ছেড়ে দিয়ে শসা কাটার সুন্নতি তরিকা খুঁজে।
imonrana publisher