বিড়াল পালতে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে?

1 Answers   2.4 K

Answered 2 years ago

বিড়ালরা মলমূত্র ত্যাগ করে মাটি বা বালি চাপা দেয়। যদি আপনি ফ্ল্যাটের বাসিন্দা হন, তাহলে পোষ্যর জন্য অবশ্যই কিনতে হবে মল-মূত্র ত্যাগ করার পাত্র বা স্যান্ড বেড। এই জাতীয় পাত্রে বালি দেওয়া থাকে। এতে বিড়ালদের সুবিধা হবে। এমন পাত্র মিলবে পোষ্য কেনা বেচার যে কোনও দোকানে। আর আপনার বাড়ির সামনে যদি বাগান বা মাঠ থাকে, তাহলে তো সমস্যাই নেই। মলত্যাগের জন্য পোষ্যকে সেখানে ছেড়ে দিলেই হবে।

বিড়াল খাবার হজম করতে ঘাস খায়। আবার গা চুলকোলেও ঘাসেই গড়াগড়ি খায়। বাড়ির সামনে ঘাস থাকলে তো ভাল। যদি না থাকে বাজার থেকে কিনে আনুন ঘাস। সেটাকেই বিছিয়ে রাখুন। বিড়াল গা চুলকোলে লোমের বল তৈরি হয়। সেটা পোষ্যর পেটে গেলে অসুস্থ হয়ে পড়তে পারে সে। ওই ঘাস খেয়ে বমি করেই নিজেকে সুস্থ রাখে বিড়াল।

বিড়াল ডিপথিরিয়া রোগের বাহক। বিড়ালকে টিকা দিয়ে এই রোগ প্রতিরোধ সম্ভব নয়। বাড়িতে গর্ভবতী নারী থাকলে বিড়ালের সঙ্গে তার না শোয়াই শ্রেয়। কারণ, অনেক সময় বিড়াল থেকে তিনি রোগে আক্রান্ত হতে পারেন। এক্ষেত্রে একটু সাবধানতা প্রয়োজন।

বিড়াল আনার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার বিড়ালে এলার্জি (cat allergy) আছে কিনা।

বিড়াল খেলতে অনেক ভালবাসে। তাকে পর্যাপ্ত খেলনা ও খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে।

Prema Islam
premaislam
445 Points

Popular Questions