এক কথায় উত্তর হলো, না !
মানবদেহের সবচাইতে পূড়াতন রোগ হলো ক্যান্সার। ক্যান্সারকে আপাতদৃষ্টিতে নতুন আবির্ভূত মনে করলেও এটি অত্যন্ত প্রাচীন রোগ। খৃষ্টপূর্ব ১৫০০-১৬০০ সালের মমি ও নানান পান্ডুলিপি থেকে ক্যান্সার বা অন্তত টিউমার জাতীয় রোগের প্রমান মেলে। বাস্তব অর্থে আজও পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা ক্যানসারের কোন সুনির্দিষ্ট চিকিৎসা বা ঔষধ আবিষ্কার করতে পরেনি, যা দ্বারা পরিপূর্ণভাবে ক্যান্সার নিরাময় করা যায়। বর্তমানে প্রায় ২০০ প্রকারের ক্যান্সার রোগ আবিষ্কার করা সম্ভব হয়েছে। যার কোন সঠিক চিকিৎসা নাই এবং মৃত্যুই যার শেষ ঠিকানা।
আমি মনেকরি, চিকিৎসা বিজ্ঞান টেকনোলজিতে যত বেশী উন্নত হবে, মানুষের দেহের মধ্যে ক্যান্সারের চেয়েও আরও কঠিন দুরারোগ্য রোগগুলো আবিষ্কৃত হবে। যার শেষ পরিণতি হবে মৃত্যু।
অতএব যেকোন উপায়ে মানুষের শেষ পরিণতি হলো মৃত্যু। এ থেকে কারো নিস্তার নাই।
ধন্যবাদ
Bijoy publisher