বিজ্ঞান বলে, মানুষের বাম কাত হয়ে শোয়া উচিত, কিন্তু ইসলাম বলে ডান কাত হয়ে। আমাদের কোনটা করা উচিত?

1 Answers   11.9 K

Answered 2 years ago

অবশ্যই ইসলামকে মানবেন।

কারণ ইসলাম কখনো পাল্টায় না।

আমরা জানি বিজ্ঞান সব সময় পাল্টায়

এক বিজ্ঞানী এক কথা বলে গেলে অন্য বিজ্ঞানী আরেক কথা বলে যায়।

বিজ্ঞান এখন বলছে যে বাম কাতে শোয়া ভালো।

এমন হতে পারে বিজ্ঞান পরবর্তীতে বলবে, ডান কাতে শোয়া ভালো,

এমন হতে পারে বিজ্ঞান বলতে পারে চিৎ হয়ে শোয়া ভালো,,

তখন আপনি কোনটা মানবেন।

এখন পর্যন্ত এরকম অনেক ঘটনা আছে যে বিজ্ঞান আগে বলছে সেটা সত্য এখন বলছে সেটা মিথ্যা।

আমি নিজেও বিজ্ঞানের ছাত্র। বিজ্ঞান সম্পর্কে আমিও কিছুটা জানি।

তাই ইসলামের টাই মানুন

আপনার জন্য ভালো হবে।

ইনশাআল্লাহ।


Suzuka
suzuka
276 Points

Popular Questions