Answered 2 years ago
সব গুলর উদাহরণ দিতে পারবো না তবে ১টির অবশ্যয় দিতে পারবো আর সেটি হল মেডিকেল সায়েন্স এ রেডিয়াম এর ব্যবহার। প্রথমে যখন মাদাম কুরি রেডিয়াম আবিস্কার করলেন তখন ডাক্তার মশাই রা দেখলেন এই মৌলের কোশকে বিনাশ করার মত খমতা আছে। আর তখন থেকেয়েই শুরু হল এর ব্যবহার। ক্যান্সার হলেই ডাক্তাররা সেই স্থানে পুরে দিতে লাগলেন অনেকটা করে রেডিয়াম। কিন্তু কিছু বছর পর দেখা গেল যেই সব রুগি গুলকে রেডিয়াম দেওয়া হয়েছে তারাই আগে মরেগেছে। তারপর খোঁজ খোঁজ শুরু হল এমন টা হবার কথা নয়। তখন গবেষণা করে দেখা গেল রেডিয়াম এর যেমন কোষকে ধ্বংস করার খমতা রাখে তেমনি কোশের মধ্যে DNA এর মধ্যে পরিবর্তন করার ক্ষমতা রাখে। আর DNA এর মধ্যে পরিবর্তন মানে সেটা মানুষের দেহে বেশীর ভাগ সময় ক্যানসার এর কারণ। আর তাড় ফলেই বেশী রুগী মারা জেতে লাগল।
Alia Khatun publisher