বিজ্ঞানের উপর কি চোখ বন্ধ করে ভরসা করা যায়?

1 Answers   4.2 K

Answered 2 years ago

একদম না। বিজ্ঞানের প্রথম শর্তই হলো চোখকান সবসময় খোলা রাখতে হবে। কারণ হল অসাধু লোকেরা সব সময় মিথ্যা কথাকে বিজ্ঞান বলে চালায়।

ধরুন আমি ছিলাম যাকে বলে পড়ুয়া ছাত্রঃ বই পেলে পারি তো গিলে খাই, হজম করি। এখন হস্তরেখার বই কিনে এমন শিখা শিখলাম যে আগাগোড়াই যে বাটপারি সেটা একদম দিবালোকের মত স্পষ্ট হয়ে গেল। আমি যদি চাইতাম হাত দেখার নাম করে লোক ঠকাতে পারতাম। আমার পচা অভিজ্ঞতা হলো মেয়েদের কেউ কেউ খুব ক্ষেপে থাকে ভবিষ্যত জানতে, আর হাত দেখার নামে তাদেরকে পটিয়ে খুব বাজে সুযোগ নেওয়া যায়। আমি একদিন আমার বাবার কথায় তওবা করলাম যে আর কোন দিন হাত দেখবো না। আসল কথা হলো মানুষের ভাগ্য প্রতি মূহূর্তে বদল হয় তার কাজের দ্বারা।

হস্ত রেখাকে বিজ্ঞান বলে দাবি করার লোকের কোন অভাব নেই। নকল ডাক্তার সেজে কত বাটপার বিজ্ঞানের নাম বেচে খায় দেখেন নি?

না, যে যাই বলুক, নিজের চোখে দেখে পরীক্ষা করে তারপর বিশ্বাস করবেন। আবার এও মনে রাখবেন যে আপনি যে দেখছেন , সেই দেখাতে বিরাট রকম ভুল থাকতে পারে। আপনি প্রতিদিন সুর্য উঠছে দেখতে পান, কিন্তু আসলে সুর্য উঠেও না, ডুবেও না, নড়েই না। সবই দেখার ভুল, ঠিক যে সময় সিউলে সূর্য উঠছে, ঠিক সেইসময় হ্যালিফাক্স এ সূর্য ডুবছে। একই সাথে একই সময়ে পৃথিবীর একপাশে দিন তো অন্য পাশে রাত।

তার মানে, আপনি সদা সজাগ থাকবেন, যাতে ফাঁকি গুলি ধরতে পারেন।


Mahiya Mahi
mahihamahi
111 Points

Popular Questions