Answered 2 years ago
বিশ্বাস থাকে অন্তরে, যুক্তি থাকে মাথায়। বিজ্ঞানের যেমন জ্ঞান আছে, তেমন ধর্মের জ্ঞানও বিদ্যমান। বিজ্ঞানের জ্ঞান রাখবেন মাথায়; ধর্মের জ্ঞান রাখেবেন অন্তরে। এক জায়গার জ্ঞান অন্য জায়গায় খাপ খায় না।
ধর্মের জ্ঞানের আলোকে উত্তর দিচ্ছি। জায়গামতো রাখবেন। মিলে যাবে খাপে খাপ।
আদি মানব হযরত আদম (আঃ) সৃষ্টি জান্নাতে। সেখানে তিনি কিছু কাল অবস্থান করেন। অতপর আল্লাহ্'র ইচ্ছায় দুনিয়ায় অবতরণ করেন এবং মৃতুবরণ করেন। বর্তমানে তিনি প্রথম আসমানে বারযাখী জীবন কাটাচ্ছেন।
আদি মানব হযরত আদম (আঃ) এর আদি নিবাস ছিল জান্নাত। মানুষের স্থায়ী নিবাস হবে জান্নাত ও জাহান্নাম।
Mohon Ali publisher