Answered 2 years ago
তাত্ত্বিকভাবে অনেক কথা বলা যায়।তাতে আমাকে হয়তো অনেকেই বাহবা দেবে,কিন্তু তোমার কোনো কাজে লাগবে না! প্রথমে কোনো authentic English Grammar বই থেকে প্রতিটি chapter ধরে ধরে অনুশীলন করতে হবে। Alphabet Letter থেকে শুরু করে Transformation পর্যন্ত। মাঝখানে Verb chapter পর্যন্ত গিয়ে Tense ও verb এর conjugation অর্থাৎ একটি verb এর বাক্যে 80 রকম # (পরিশিষ্ট দ্রষ্টব্য) প্রয়োগ ভালোভাবে শিখে নিতে হবে। এখন grammar, sentence structure শেখা হয়ে গেলে stock of words বাড়াতে হবে। এর জন্য নিয়মিত কোনো standard English Daily পড়লে ভালো হয়। তাছাড়া বিভিন্ন শ্রেণীর মান অনুযায়ী translation এর বই (পশ্চিমবঙ্গে যেমন Duff & Dutta এর বিভিন্ন শ্রেণীর জন্য Translation Bunch পাওয়া যায়। ) থেকে প্রথমে ছোটো ছোটো বাক্য ইংরেজিতে translate করতে শিখতে হবে।এরপর passage translation শিখতে হবে। এইবার বিশিষ্ট লেখকদের লেখা বাংলা থেকে ইংরেজী ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ শেখা দরকার। সবসময়ই পাশাপাশি নিজস্ব ইংরেজিতে লেখার practice চালিয়ে যেতে হবে। composition যেমন Letter,Paragraph,Report,notice, Story, Biographical sketch, sms, Advertisements, Commercial Leaflet, summery, Dairy writing এইরকম যত ধরণের পারা যায় লেখার অনুশীলন করতে হবে। লেখা যথাসম্ভব নিজের ভাষায় এবং creative হতে হবে। বাঙালীদের একটা প্রবণতা আছে খুব সহজ সরল ভাষায় না লিখে কঠিন কঠিন unknown শব্দের ব্যবহার করা! এটা আজকাল আর চলে না! তবে সেরকম ইংরেজি লেখা শিখতে চাইলে phrase idioms এবং rhetoric & prosody শিখতে হবে। এগুলি ভাষার গহনা (অলঙ্কার)র মতো!এরপর precis ও amplification অনুশীলন করতে হবে। এভাবে step by step শিখলে আশাকরি ভালোই শিখতে পারবে। এখন অনেকেই বলতে পারেন যে আজকাল grammar- translation method চলে না, Functional communicative approach বেশি কার্যকরী। কিন্তু আমার মনে হয় সেটা Reading, Speaking আর Listening এর ক্ষেত্রে ই ভালো। Writing Skills শিখতে চাইলে পুরোনো method ই জরুরী।
# ( তিনটি[past,present & future] tense এর চারটি রূপ [ simple, progressive, perfect & perfect continuous ] = 12 Active voice এ আর Passive voice এ 8 টি। 20 টি হল। এদের প্রত্যেকের 4টি রূপ [affirmative,negative,interrogative & negative interrogative ] অর্থাৎ 80 রকম।
ahmedsopno publisher