Answered 2 years ago
মঞ্চে পোস্ট করা যায়। আপনি যেধরনের পোস্ট করতে চান ওই ধরনের মঞ্চে করবেন। অ্যাডমিন বা মডারেটর আপনার পোস্ট ভালো লাগলে একস্যাপ্ট করবে।
মঞ্চ অনুসরণ করার পর সেখানে একটা বক্স থাকবে তাতে লেখা থাকবে ',,মঞ্চে পোস্ট করুন' । ওখানে ক্লিক করে পোস্ট করতে হয়।
এছাড়া আপনি মঞ্চের গেলে 'আমাদের সম্পর্কে, পোস্ট, প্রশ্ন' নামে অপশন পাবেন। 'আমাদের সম্পর্কে' -তে ক্লিক করলে অবদানকারী হওয়ার জন্য আবেদন করার অপশন পাবেন।
অবদানকারী হয়ে গেলে আপনি যখন কিছু পোস্ট করবেন তখন তা সরাসরি পোস্ট হয়ে যাবে।
উপরে বিজ্ঞপ্তি অপশনের বামে মঞ্চ অপশন আছে। ওখানে গেলে রং বেরঙের মঞ্চ পাবেন।
ধন্যবাদ
riyazulislam publisher