বিখ্যাত হওয়ার জন্য কী করতে হয়?

1 Answers   2.5 K

Answered 2 years ago

কম্পিউটারে, আমরা অনেকেই পেইন্ট মেনুতে গিয়ে ছবি আঁকি।

কম্পিউটারেই তুলি, ব্রাশ দিয়ে ছবি এঁকে বিখ্যাত হয়েছেন,

জাপানী ডিজিট্যাল আর্টিস্ট….

Kagaya Yutuka (কাগায়া ইউতুকা)

(জাপানী ভাষায় কাগায়া বলতে বুঝায়, উজ্জ্বলতা, দ্যুতি এসব…)

সারা বছরে, তিনি চার থেকে পাঁচটি ছবি আঁকেন। তাঁর ছবির বিষয়বস্তু, কিশোরী, যুবতী, রাত্রি, আকাশ, ভিন্ন গ্রহের ট্রেন রুট (celestial rail road) এসব…।

বিশ্বের নানা দেশে, তাঁর এই অনবদ্য শিল্পকর্মের প্রদর্শনী চলতেই থাকে। কোটি কোটি টাকায় বিক্রি হয় ছবিগুলি।

KAGAYA Starry Sky World Exhibition 2022 - Events in Kanagawa

তাঁর আঁকা ছবি হৃদয়ে যে অনুভূতির সৃষ্টি করে, সে অনুভূতির কাছে হার মানে টাকার অংক।

Astronomy বা জ্যোতির্বিজ্ঞান, তাঁর প্রিয় বিষয়। He is an Astrophile। রাতের পর রাত, না ঘুমিয়ে তাঁকিয়েই থাকেন আকাশের দিকে, কথা বলতেই থাকেন, আকাশের তারাদের সাথে।

তাই, তাঁর তুলিতে রাতের আকাশের তারাগুলো নেমে আসে…

রূপকথার পরীদের মতোই….

ধন্যবাদ।

Rahat Ahmed
rahatahmed
419 Points

Popular Questions