বিএনপি নেতা ড. জাফরুল্লাহ চৌধুরীর সম্পর্কে আপনার মতামত কী?

1 Answers   12.6 K

Answered 2 years ago

ডাক্তার জাফরুল্লাহ বিএনপির নেতা নয়।তিনি মূলত মাঝে মাঝে বিএনপিকে পরামর্শ দিয়ে থাকেন।তিনি শুধু বিএনপিকে নয়,সবাইকেই পরামর্শ দিয়ে থাকেন।তিনি আওয়ামী লীগকেও পরামর্শ দেয়।ডাক্তার জাফরুল্লাহকে যখন যে দল-ই ডাকেন তিনি সবার ডাকে সাড়া দিয়ে সেখানে যান।তাকে যখন আওয়ামী লীগ ডেকেছে তখন তিনি গিয়েছে।যখন বিএনপি ডেকেছে তখনও তিনি গিয়েছিলেন।যখন ছাত্র অধিকার পরিষদ তাকে নক করেছে,তখনও তিনি গিয়েছেন।কাজেই এটা বলা যায় যে ডাক্তার জাফরুল্লাহ বিএনপি'র কেউ নয়।তিনি একটি টকশোতে এটি বলেছেনও।

ডাক্তার জাফরুল্লাহ মূলত বাম মাইন্ডেড একজন মানুষ।তাকে বাংলাদেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী বলা যায়।তিনি একজন স্পষ্টভাষী এবং ঠোঁটকাটা বক্তা।তিনি অত্যন্ত সাহসিকতার সাথে সরকারেরও সমালোচনা করে থাকে।তিনি একজন প্রগতিশীল ও প্রথিতযশা ব্যক্তিত্ব।ডাক্তার জাফরুল্লাহ একজন নীতিবান মানুষ।তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বিভিন্ন সরকারের আমলে তাকে বিভিন্ন সময়ে মন্ত্রীর অফার দেয়া হয়েছিল;কিন্তু ডাক্তার জাফরুল্লাহ তা প্রত্যাখ্যান করেছেন বারবার।তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার পক্ষে এক বলিষ্ঠ শক্তি।বাংলাদেশের একজন সূর্যসন্তান।

মজার বিষয় হলো তিনি যখন বিএনপি'র সমালোচনা করেন এবং বিএনপিকে তুলোধুনো করেন তখন আওয়ামী লীগ সরকার অত্যন্ত খুশি হন।কিন্তু যখন তিনি আওয়ামী লীগের সমালোচনা করেন তখন আওয়ামী লীগ তার উপর চটে যান।কিন্তু তারপরও ডাক্তার জাফরুল্লাহ কিন্তু থেমে নেই।তিনি যখন যেটা ভালো মনে করছেন- দেশের স্বার্থে,দেশের উন্নয়নের স্বার্থে,জনগণের স্বার্থে এবং কল্যাণের স্বার্থে তিনি বারবার সত্যের পক্ষে অবস্থান নিয়েছেন।

ডাক্তার জাফরুল্লাহ বয়স হয়ে গিয়েছে।তিনি অত্যন্ত প্রবীণ একজন মানুষ।দেশকে দেয়া ছাড়া তারা আসলে হারানোর কিছু নেই।তবে আমি মনে করি ডাক্তার জাফরুল্লাহর মধ্যে কোন ভণ্ডামো নেই।তিনি নৈতিকভাবে অত্যন্ত স্ট্রং এবং সৎ একজন মানুষ।

আসলে ডাক্তার জাফরুল্লাহর সাথে ক্ষমতাসীন সরকারেরও সম্পর্ক অত্যন্ত ভালো।তাকে আপাত পক্ষে সরকার বিরোধী এবং বিএনপি সমর্থক মনে হলেও তিনি মূলত আওয়ামী ঘনিষ্ঠ এবং তিনি আওয়ামী লীগের একনিষ্ঠ ভালো চান।বাংলাদেশের সকল পর্যায়ের মানুষই তাঁকে অত্যন্ত শ্রদ্ধা করে।সে এমপি-মন্ত্রী যেই হোক না কেন,যত বড় প্রভাবশালীই হোক না কেন, ডাক্তার জাফরুল্লাহকে প্রায় সকলেই শ্রদ্ধা করে।কারণ বাংলাদেশে জাফরুল্লাহর অবদান অনেক।স্বাস্থ্য সেক্টরে তার অবদান অবিস্মরণীয়।


ST Shopon
stshopon
252 Points

Popular Questions