Answered 2 years ago
জীবন আপনাকে এমন একটি সুযোগ দিয়েছে যেখানে আপনার ভালোবাসার একটি পরীক্ষা হবে। এখন আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে সত্যিকার অর্থেই ভালোবেসে থাকেন তাহলে তাঁকে নিয়ে অনেক দুঃখ - কষ্ট - সমস্যার সম্মুখিন হয়ে নিজের জীবন গড়বেন। আর প্রকৃত অর্থে ভালো না বাসলে নিজের সুন্দর ভবিষ্যতের কথা বিবেচনা করে তাঁকে ত্যাগ করবেন।
এই দুয়ের বাইরে আপনার আর কিছুই করার নেই। সিন্ধান্ত আপনার।
ritukhatun publisher