বাসায় বসে অরিজিনাল সিডি ছাড়া কম্পিউটারের উইন্ডোজ কিভাবে এক্টিভেট করব (উইন্ডোজ ১০)?

1 Answers   3.4 K

Answered 2 years ago

আমি একটা উপায় বলি, সেটা হয়তো সবক্ষেত্রে কাজ করবেনা তবে কাজ করলে প্যাচ ব্রেকের এট্যাক থেকে বেচে যাবেন। কোড রান করে এক্টিভেট করলে অনেক সময় গুরুতর র‍্যানসামওয়্যারের এট্যাক হয় (ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।)

প্রথমে গুগলে যেয়ে Windows 10 pro key free লিখে সার্চ দিবেন। এরপর প্রথমের দুই-একটা যেই ওয়েবসাইট পাবেন সেখান থেকে সব কয়টা কি কপি করে একটা ওয়ার্ড ফাইলে সেভ করে রাখবেন।

এখন settings এ গিয়ে সার্চবক্সে Activation লিখে সার্চ করবেন। এরপর Change Product Key-তে ক্লিক করে একটা একটা করে প্রোডাক্ট কি পেস্ট করে ট্রাই করে দেখবেন। এখানে কিন্তু নেট কানেকশন অবশ্যই অন থাকতে হবে।

ভাগ্য ভালো হলে এক্টিভেট হয়ে যাবে।

Rashed Rahaman
rashedrahaman
406 Points

Popular Questions