Answered 2 years ago
বহু পুরোনো একটি রীতি।
এর পিছনে দুটো বিষয় রয়েছে।
১। ছেঁড়া জুতো ঝুলিয়ে দিয়ে এটা খেয়াল রাখা হয়, জুতো টি রাস্তার লেভেল থেকে উপরে ঝুলছে কী না, সে ক্ষেত্রে ধরে নেয়া হয়, বাসে, ট্রাকে লোড নিয়ন্ত্রণে রয়েছে। যদি, জুতোটা রাস্তা ছুঁয়ে ফেলে, সেক্ষেত্রে, বুঝা যায় গাড়িটিতে লোড বেশী হয়েছে। চালক, তখন প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেন।
২। গাড়িটিতে যাতে কোনোরূপ নেতিবাচক প্রভাব না পড়ে। অর্থাৎ, কুনজর, খারাপ দৃষ্টির জন্য কোনোরূপ ক্ষতি হওয়া, এজাতীয় বিষয়।
Kalam Biswas publisher