Answered 2 years ago
কিট খেয়ে বাচ্চা নষ্ট করার দরকার কি শুনি। বাচ্চা না নিলে সে ভাবে থাকুন। নিজেরা কেমন বাবা মা হয়েছেন,নিজ হাতে নিজের বাচ্চাদের খুন করছেন। কেউ দেখছে না ভাবলেও একজন তো অবশ্যই দেখছেন। তাকে ভয় করুন। একটি বাচ্চা নষ্ট করলে মায়ের শরীরের উপর অনেক চাপ পড়ে, জরায়ুতে ও সমস্যা সৃষ্টি হয়।এ সব থেকে বিরত থাকুন। ধন্যবাদ
piyasahmed publisher