বাবা মায়ের অনুমতি ব্যতীত স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া যাবে কি?

1 Answers   13.2 K

Answered 2 years ago

একটি পারিবারিক অনুমতি আরেকটি শরয়ী অনুমতি। আপনি কোন অনুমতির কথা বলছেন? শরয়ীভাবে স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে চাওয়ার জন্যে মা-বাবার অনুমতির প্রয়োজন নেই। তবে একই পরিবার ভুক্ত হলে পারিবারিক সুশৃঙ্খলতা ঠিক রাখার স্বার্থে বলে যাওয়াই শ্রেয়, অন্যথায় মা-বাবার দুঃশ্চিন্তার কারণ হতে পারেন। ধন্যবাদ।

Sagor Ahmed
Sagor Ahmed
780 Points

Popular Questions