বাড়িতে আগুন লেগেছে। ইংরেজির শিক্ষক বললো 'গো', বাংলার শিক্ষক বললো 'যাবো'। তাহলে অংকের শিক্ষক কী বলবে?
0
0
1 Answers
10 K
0
Answered
2 years ago
সুন্দর প্রশ্ন। অনেক ধন্যবাদ। বাড়িতে যদি আগুণ লেগেই যায়।সবাই তখন সবাই কিন্তু নিরুপায়। কারণ কোথাকার আগুন কোথায় যায়।সে ক্ষেত্রে কিছু কিছু মানুষ থাকে যারা সাহসীকতার সাথে আগুণ নভাতে গেছে 😀তার মধ্যে যদি ইংরেজি বাংলা টিচাররাও যদি যায়।আর তাদের সাবজেক্ট এর মতোই যদি তাদের বচণ ভংগী পাওয়া যায়।তাহলে ইংরেজি সার যদি বলেন গো বাংলা শিক্ষক যদি বলেন যাবো তাহলে গণীতের ভাষায় গণীত স্যার বলবেন আশি।কারন যাওয়া আসার মধ্যে এটাই হতে পারে তার ভাষা।
rayahan publisher