বাচ্চাকে সুজির সাথে লেকটোজেন ২ খাওয়ানো যাবে?

1 Answers   6 K

Answered 2 years ago

WHO র পরামর্শ অনুযায়ী প্রথম ৬মাস শুধুই মাতৃদুগ্ধ পান করান । ৬ মাসের পর মাতৃদুগ্ধের সঙ্গে পুষ্টিকর খাদ্য যেমন দইভাত , মাছের ঝোল ভাত , ডাল ভাত, দুধ ভাত দিন । তবে এতবেশী নয় যে সে পর্য্যাপ্ত মাতৃদুগ্ধ পুরোপুরি নিতে না পারে ।শিশুকে মাতৃদুগ্ধ অন্তত ২বছর পর্য্যন্ত পর্য্যাপ্ত পরিমানে খাওয়াতে হবে এবং তার জন্য মায়ের পুষ্টির পুরো ব্যবস্থা থাকা প্রয়োজন । বেবিফুড এক্ষেত্রে বর্জনীয়

Rashidul islam
rashidulislam
390 Points

Popular Questions