বাঙালিরা তোয়ালের তুলনায় গামছাকে কেন এতো বেশি পছন্দ করেন?
0
0
1 Answers
10 K
0
Answered
2 years ago
বাঙালি জীবনে, গামছার ব্যবহার, বহুকাল আগে থেকেই চলে আসছে।
একসময়, গামছা গলায় দিয়ে, উৎসব, অনুষ্ঠানে নিমন্ত্রণ করার রেওয়াজ ছিলো।
পূজো পার্বনে, পুরোহিত মশাইয়ের দেয়া ফর্দের তালিকায়, গামছা থাকবেই।
তোয়ালের চাইতে, গামছা অধিক পছন্দ করার কারণ,
১। একটি সনাতনী ঐতিহ্যকে টিকিয়ে রাখার ইচ্ছা,
২। তোয়ালের তুলনায়, গামছা হ্যান্ডলিং করতে অনেক সুবিধে মনে হওয়া,
গামছা, বাঙালির জীবনে একটি অবিচ্ছেদ্য ভূমিকা রাখে।
বাঙালি জীবনে গামছার তাৎপর্য কতটুকু? এ শুভেন্দু পুরকায়স্থ (Subhendu Purakayastha) এর উত্তর
ধন্যবাদ।
babynaznin publisher