বাঘিনীরা ফুটবলে দক্ষিণ এশিয়ার ট্রফি জিতেছে। ছাদখোলা বাসে অভ্যার্থনার প্রস্তুতি নেয়া হচ্ছে। Quora বাংলার সম্মানিত হুজুরেরা প্লিজ ভাল মন্দ কিছু বলুন?

1 Answers   14 K

Answered 2 years ago

হুজুরদের কাজ হল মুসলিম মেয়ের হাফপ্যান্ট পরা নিষেধ সেটা বলা, উনারা বলেছেন। এর পর কে আমল করবে আর কে করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং যার যার জবাব সে দিবে। এর বেশি হুজুরদের এক্তিয়ার নেই। এই মেয়েগুলি যখন এক বেলা খেয়ে ফুটবল খেলে সংসার চালিয়েছে তখন হুজুরের দল মিছিল নিয়ে গিয়ে তাদের ভাতের ব্যবস্থা করেনি। এখন আসছে ব্যাঙের মতো লাফাইতে।


Suriya Mimpi
suriyamimpi
306 Points

Popular Questions