Answered 2 years ago
হুজুরদের কাজ হল মুসলিম মেয়ের হাফপ্যান্ট পরা নিষেধ সেটা বলা, উনারা বলেছেন। এর পর কে আমল করবে আর কে করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং যার যার জবাব সে দিবে। এর বেশি হুজুরদের এক্তিয়ার নেই। এই মেয়েগুলি যখন এক বেলা খেয়ে ফুটবল খেলে সংসার চালিয়েছে তখন হুজুরের দল মিছিল নিয়ে গিয়ে তাদের ভাতের ব্যবস্থা করেনি। এখন আসছে ব্যাঙের মতো লাফাইতে।
suriyamimpi publisher