Answered 2 years ago
বাংলায় লক্ষ্মী আর ইংরেজিতে Laxmi or Lakshmi কেন? প্রথমে ক্ষ দ্বারা কী বুঝি সেটা জানা জরুরি। প্রকৃতপক্ষে ক্ষ কোন মৌলিক শব্দ নয়, এটা যৌগিক বা যুক্তবর্ণ যাকে ভাঙ্গা হলে আমরা ক এবং ষ পাই। ক কে ইংরেজিতে K আর ষ কে Sh দিয়ে লেখা হয়। আবার K আর Sh আমরা X দ্বারাও লিখতে পারি।
দোষের তেমন কিছু নেই। তবে সমস্যা হলো যারা বাংলা কম বোঝে তারাও উচ্চারণের ভিত্তিতে Kkh বুঝতে পারবে।আর ইংরেজি মাধ্যমের কেউ এটা বুঝতে পারবে না সম্ভবত কারণ তাদের বাংলাভাষী কারো লেখা এই শব্দরূপ সম্পর্কে ব্যাকরণগত জ্ঞান থাকার কথা না। প্রসংগত, বাংলা একাডেমী কিংবা সাংসদ অভিধান অনুসারে লক্ষ্মীকে আপনি লকখি বললে ভুল হবে না। কিন্তু ইংরেজিতে লিখতে হলে শুধু মাথায় রাখতে হবে আপনার পাঠক কে হবে।
বিঃদ্রঃ কোন দ্বিধাদ্বন্দ থাকলে মন্তব্য করতে ভুলবেন না।
ahmedsopno publisher