Answered 2 years ago
বাংলা বিশ্বের সবচেয়ে শ্রুতিমধুর ভাষা, এটা আমি মানি। কেবল আমি কেন? প্রায় সকল বাঙালিই এ কথা মেনে নেবে।
কিন্তু বিষয় হলো অনেকেই বলছে যে ইউনেস্কোর সমীক্ষা অনুযায়ী বাংলা বিশ্বের সবচেয়ে শ্রুতিমধুর ভাষা। তারা গুগলকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছে। গুগলে সার্চ করলে অসংখ্য ওয়েবসাইট ইউনেস্কোর সমীক্ষা অনুযায়ী বাংলাকেই সবচেয়ে শ্রুতিমধুর ভাষা হিসেবে উল্লেখ করে:
কিন্তু এখানে একটা বিষয় লক্ষ করতে হবে। তা হলো এগুলোর কোনোটিই ইউনেস্কোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত তথ্য নয়। গুগল কেবল একটি সার্চ ইঞ্জিন। এটা সকল ওয়েবসাইট থেকে তথ্য নেয় সত্যি কিন্তু সেগুলোর সত্যাসত্য যাচাই করে না। তাই গুগলকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা ঠিক নয়, বরং এটি কোন উৎস থেকে তথ্য খুঁজে বের করছে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করে রেফারেন্স হিসেবে ব্যবহার করা উচিত।
ইউনেস্কোর অফিসিয়াল ওয়েবসাইটে শ্রুতিমধুর ভাষা সংক্রান্ত কোনো সমীক্ষার তথ্য নেই। নিচের ছবি দুটো দেখা যাক:
সুতরাং এখান থেকে কী বলা যায়? বলা যায় যে ইউনেস্কোর সমীক্ষা অনুযায়ী বাংলা বিশ্বের সবচেয়ে শ্রুতিমধুর ভাষা— একথাটি কেবল একটি গুজব। এ কথাটির কোনো সত্যতা নেই। ইউনেস্কো কখনো এ ধরনের কোনো সমীক্ষা চালায়নি।
এখন প্রশ্ন হতে পারে আমি কেন এ কথাটি বললাম:
বাংলা বিশ্বের সবচেয়ে শ্রুতিমধুর ভাষা, এটা আমি মানি। কেবল আমি কেন? প্রায় সকল বাঙালিই এ কথা মেনে নেবে।
এখানে আমি বলেছি যে বাঙালিদের মতে বাংলা সবচেয়ে শ্রুতিমধুর ভাষা। এটা অন্যান্য ভাষার ক্ষেত্রেও সত্য। অর্থাৎ প্রত্যেক ভাষাভাষীর কাছে নিজের মুখের ভাষা সবচেয়ে শ্রুতিমধুর। একজন ইংরেজের কাছে ইংরেজি সবচেয়ে শ্রুতিমধুর, একজন আরবের কাছে আরবি সবচেয়ে শ্রুতিমধুর, এক জাপানির কাছে জাপানি ভাষা সবচেয়ে শ্রুতিমধুর। ঠিক একইভাবে একজন বাঙালির কাছে বাংলা সবচেয়ে শ্রুতিমধুর।
ইউনেস্কো যদি কখনো এ জাতীয় কোনো সমীক্ষা চালাত তাহলে সবাই নিজের ভাষাকেই সবচেয়ে শ্রুতিমধুর বলত। সেক্ষেত্রে যে ভাষাভাষীর জনসংখ্যা সবচেয়ে বেশি তাদের ভাষাই সবচেয়ে শ্রুতিমধুর ভাষা হয়ে উঠত। এক্ষেত্রে চীনা ভাষা জয়যুক্ত হতো।
তাই গুজবে কান দিবেন না। বাংলা কেবল আমাদের কাছে তথা বাঙালিদের কাছে সবচেয়ে শ্রুতিমধুর ভাষা হয়ে থাকুক।
ধন্যবাদ।
raqual.india publisher