Answered 2 years ago
তখন দেশভাগের জন্য সচেতনতা পূর্ববাংলায় প্রতিষ্ঠিত মুসলিম লীগ থেকেই উত্থিত হয়েছিল । প্রকৃতপক্ষে ধর্মীয় ঘৃনা চিরকাল ছিল পূর্বেই বেশী । যুগে যুগে বর্দ্ধিষ্ণু হিন্দুদের দ্বারা সৃষ্ট বঞ্চনাই এজন্য অনেকটা দায়ী । পশ্চিমে দেশ ভাগের কিছু আগে পর্য্যন্ত মুসলিমরা ছিল এব্যাপারে নির্লিপ্ত । জিন্না নিজের গদির স্বার্থে পাকিস্তান সৃষ্টির তাগিদে পশ্চিমের মুসলমানদের কিছুটা প্ররোচিত করতে সক্ষম হয়েছিলেন ৷ কিন্তু পূর্বের তুলনায় তা ছিল খুবই সামান্য । ৪০০ নদীর আবেগপ্রবন সুজলা সুফলা দেশ বলে পূর্বে প্রেম ও ঘৃণা দুটোই বেশী । দেশ ভাগের অন্তিম লিপিটি লিখে দিয়েছিল ১৯৪৬ সালের কলকাতা ও নোয়াখালির দাঙ্গা যার সাদৃশ্য পশ্চিম ভারতে দেখা যায় নি । এরপর হিন্দুরা আর সহাবস্থানে রাজী হয় নি । সুতরাং বাংলা ভাগ না হলে হয়ত দেশ ভাগ হত না কথাটা যুক্তিপূর্ন।
Sakib23 publisher