Answered 2 years ago
কোন দেশ কোন স্পেসিফিক ধর্মের যদি রাষ্ট্র হতে চায় তাহলে ওই ধর্মের নির্দেশনা অনুযায়ী সে রাষ্ট্র পরিচালনা করার নিয়ম, তখন বলা যাবে যে অমুক ধর্মের রাষ্ট্র এটা।
এই একই কারণে কোনদিন কোথাও হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইসলাম যেমন দেশ চালানোর নিয়ম-কানুন বলে দিয়েছে হিন্দু বা অন্য যেকোনো ধর্মে এসব নিয়মকানুন নেই। বিভিন্ন পুরনো প্যাগান সভ্যতার একত্র মিশ্রণ হল এই হিন্দু ধর্ম। আজ থেকে ৫০০ বছর আগেও এমন অনেক রীতিনীতি ছিল হিন্দু ধর্মে যা বর্তমানে তারা বাতিল করেছে যেমন সতীদাহ, নরবলি ইত্যাদি। এবং নতুন নতুন জিনিস যুক্ত করেছে যেমন আগে তারা গরু জবাই করে খেতে বর্তমানে খায় না।
তাদের ধর্মের প্রতিনিয়ত এডিটিং চলতে থাকে। এবং তাদের ধর্মগ্রন্থগুলো পড়ে আপনি কোথাও দেশ পরিচালনা করার নিয়ম কানুন খুঁজে পাবেন না। তাই বাংলাদেশ কখনো হিন্দু রাষ্ট্র হওয়া সম্ভব নয়।
Nayeem Khan publisher