Answered 2 years ago
মেয়াদ উত্তীর্ণ গাজা খাওয়া ছেড়ে দিলে এ ধরনের প্রশ্ন মাথায় আসবে না। সৈয়দ মুজতবা আলীর একটা গল্পে পড়েছিলাম, বাংলাদেশের নওগাঁ জেলায় এককালে প্রচুর গাঁজা চাষ করা হতো। বিভাগ পূর্বকালে সারা ভারতের গঞ্জিকা সেবিদের চাহিদা মেটাতো নওগাঁর গাজা চাষীরা।
বাংলাদেশের বেরসিক সরকার গাঁজা চাষ নিষিদ্ধ করে দিয়েছে। তবে, আড়ালে-আবডালে গোপনে সেখানে অল্পস্বল্প গাঁজা চাষ হয়। খোঁজ খবর নিয়ে তাজা গঞ্জিকা জোগাড় করা সম্ভব হতে পারে। সেগুলোয় দম দিলে নাকি বিনা টিকেটে আকাশের উড়া যায়, রাতে ঘুম ভালো হয়, মাথায় উল্টোপাল্টা প্রশ্ন ঘুরপাক খায় না।
hafizkhan publisher