বাংলাদেশ থেকে চীন যেতে কত টাকা প্রয়োজন?

1 Answers   5.9 K

Answered 2 years ago

বাংলাদেশ থেকে চীনের বিভিন্ন শহরে যেতে আকাশপথে দুই ঘণ্টা থেকে আড়াই ঘণ্টা সময় প্রয়োজন। ভাড়া লাগবে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা। কিন্তু একই দূরত্বে অন্য দেশে যেতে ভাড়া পড়ে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা। যেহেতু চীনে যেতে বাংলাদেশ থেকে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ও চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিকল্প নেই তাই তারা তাদের ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন।

শুধু তাই নয়, যাত্রীবাহী প্লেনে মালামাল পরিবহন করছে এয়ারলাইন্স দু’টি। অথচ নিয়ম অনুযায়ী পণ্য বহনের জন্য কার্গো প্লেন ব্যবহার করার কথা রয়েছে বলে জানা যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে।

শুধু বাড়তি ভাড়াই নয় সেবাগত দিক থেকে চীনের দু’টি এয়ারলাইন্সের মান ভালো নয় বলে মন্তব্য করেছেন ডিসকভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আলম ভূঁইয়া।

Rasel Ahmed
raselahmed
480 Points

Popular Questions