Answered 2 years ago
আমার বেক্তিগত অভিজ্ঞতায়, এই মুহূর্তে ইউটিউব। অর্থাৎ গুগুল এডসেন্স। 2nd অপশান আমাজন কিন্ডাল ডাইরেক্ট বুক পাবলিকেশন। 3rd আমাজন অফিলেট। 4th উই মিডিয়া ইউ সি নিউজ হিন্দি। 5th ইয়াহু বিং এড নেটওয়ার্ক মিডিয়া ডট নেট। 6th ব্লগিং ইংলিশ গুগুল এডসেন্স পার্টনার প্রোগ্রাম। 7th ফেসবুক ভিডিও। 8th আপেল নিউজ। 9th 99ডিজাইন। 10th টিস্প্রিং।
আমি কন্টেন্ট ক্রিয়েশনের ওপর কাজ করি। এই দশটা সাইটেই আমি কাজ করি তাই নিজের সামান্য অভিজ্ঞতার ভিত্তিতে বললাম। ফ্রীল্যান্স, ইল্যান্স বা ফাইভার এগুলোতে কাজ করিনি, ফলে ওই সাইটগুলো থেকে মাসিক ইনকাম কিরকম তা বলতে পারছিনা।
arifa25 publisher