বাংলাদেশ কেন স্বাধীনতার 50 বছর পরও বিপ্লবী কিছু তৈরী করতে পারছে না যেখানে 3 বছরের কম সময়ে আফগানিস্তান অনেক কিছু অর্জন করেছে?

1 Answers   6.7 K

Answered 1 year ago

আবেগ ভাইজান সবকিছু আবেগ দিয়া হয় না। আফগানিস্তানের মোল্লারা লুটপাট করে বিদেশে টাকা পাচার করে নিজেদের আখের গোছায় না। তাদের কাছে আখের গোছানোর চেয়ে আখিরাত বেশি গুরুত্বপূর্ণ। মোল্লাদের সাথে আপনার নীতিগত মতপার্থক্য থাকতে পারে কিন্তু তাদের প্রশাসন অন্তত বাংলাদেশের চেয়ে অনেক বেশি দুর্নীতি মুক্ত। আফগানিস্তান একটা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র, তাই তাদের সাথে বাংলাদেশের তুলনাই হওয়া উচিত ছিল না।

Rasel
Rasel
312 Points

Popular Questions