বাংলাদেশ কি রেমিট্যান্স রপ্তানি আয় ছাড়া এর অন্য কোনো ওপায়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে ?
0
0
1 Answers
4.4 K
0
Answered
1 year ago
নগদ হলে বিদেশ থেকে ঋণ হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জন করে। ধরুন, সরকার দেশের ভেতরে একটা প্রজেক্ট নিল ১০০ কোটি টাকার। এজন্য বিশ্ব ব্যাংক থেকে এক কোটি ডলার চাইল। এখন বিশ্বব্যাংক যদি এক কোটি ডলার দেয়, তবে সরকার সেই টাকা রিজার্ভ হিসেবে রেখে দিয়ে ১০০ কোটি টাকা ছাপাখানায় ছাপাবে। তারপর সেই টাকায় প্রজেক্টের কাজ সমাপ্ত করে সেই প্রজেক্ট থেকে অর্জিত ডলার আবার বিশ্বব্যাংককে ১০ অথবা ২০ বছরে ফেরত দেবে।
rashedulrana publisher