Answered 2 years ago
বসবাস করছি তো। তবে হ্যাঁ আমি রিমোর্ট অঞ্চলে বাস করি,ফলে দূষণের মাত্রা কম এবং খাবাগুলো ফ্রেশ পেয়ে থাকি।কিন্তু বড় শহরগুলোতে দূষণের মাত্রা অতিরিক্ত হওয়ার কারণে বসবাসের অনুপযোগী। তাছাড়া ঘুষ-দুর্নীতি,বাকস্বাধীনতা নেই বললেই চলে,বিচারহীনতা,পুলিশের অত্যাচার ইত্যাদি কারণে দিনদিন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সত্যি বলতে কি আমার সন্তানদের দেশে রাখতে চাই না।
ahmedtahsan publisher