বাংলাদেশ কি কখনো আরাকান দখল করতে পারবে? পারলেও কত সময় পর্যন্ত ধরে রাখতে পারবে?

1 Answers   11.8 K

Answered 2 years ago

সহজ উত্তর, না।

আরাকান দখল কিংবা মিয়ানমারের কিছু অংশ দখলের কথা আমেরিকাও বলেছিল, আবার তার সাথে অস্ত্র দিয়ে সাহায্য করার কথাও বলেছিল কিন্তু বাংলাদেশ তাতে কান দেয়নি।

বাংলাদেশের আরাকান না দখল করার কারণ

বাংলাদেশ আর মিয়ানমারের সামরিক দিক দিয়ে তুলনা করলে দেখা যায় উভয়ের শক্তি প্রায় সমান। যদিও বাংলাদেশ বিমানবাহিনীর দিক দিয়ে দুর্বল। মিয়ানমারের আর্মির অস্ত্রের quantity + quality দুটোই আছে। কিন্তু বাংলাদেশ আর্মির অস্ত্রের quality আছে কিন্তু quantity অনেকটাই কম। কিন্তু বাংলাদেশ তাদের সেই অস্ত্রের quality আরোও বাড়াচ্ছে ।।। ফোর্সের গোল ২০৩০ মোতাবেক বাংলাদেশ তাদের বিমানবাহিনীর আধুনিকায়ন করবে, সেই হিসেবে বাংলাদেশ পশ্চিমার দিকে ঝুকছে। ধারনা করা হচ্ছে যে, সম্ভবত বাংলাদেশ ইউরোফাইটার টাইফুনের দিকেই ঝুকবে কিন্তু রাফায়েল ক্র‍য় এর ব্যাপারটা সম্পূর্ণ উড়িয়ে দেয়া যাচ্ছে না। হয়তোবা ভালো কিছু ফাইটার আসবে। অন্যদিকে মিয়ানমার অলরেডি রাশিয়ার তৈরি সু৩০ ব্যবহার করছে

Rofikul Islam
rofikulislam
317 Points

Popular Questions